জিপিএ-ফাইভ পেলেন ১ লাখ ৮৯ হাজার পরীক্ষার্থী
প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২২ ০০:৩৮
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২০:৫৭

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমানে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিউটে ফল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
২০২১ খ্রিষ্টাব্দে ১১টি শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৩ হাজারের বেশি শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ফল অনলাইনে প্রকাশিত হয়েছে। জানা গেছে, রেজাল্টের ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd থেকে ফল দেখা যাবে। এছাড়া https://eboardresults.com/v2/home থেকে পরীক্ষার্থীদের ফল জানা যাবে।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: