এইচএসসি পুনর্নিরীক্ষার ফল ১৩ মার্চ
প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০২:৪২
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২২:০০

এইচএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৩ মার্চ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী ১৩ই মার্চ এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা শেষ হয় ২০ ফেব্রুয়ারি। এর আগে ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: