শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৭
আপডেট:
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল আলম প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আখালিয়া নয়াবাজার এলাকার স্বপ্নিল সুপার মার্কেটের আবাসিক মেসের দ্বিতীয় তলার ৬নং রুম থেকে প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে আমরা এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছি। মেডিকেল রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, বিষয়টি আমাদের সবার জন্য মর্মাহত। পুলিশ আমাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: