মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


‘আদিপুরুষ’ নিয়ে ক্ষুব্ধ ‘রামায়ণ’ পরিচালকের ছেলে


প্রকাশিত:
১৮ জুন ২০২৩ ১৮:৩৭

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৮:৪০

 ফাইল ছবি

বলিউডের বিগ বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র আধারে নির্মিত ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু ছবিটি দেখার পর দর্শক-সমালোচকমহল মোটেও সন্তুষ্ট হতে পারছেন না।

ছবির চিত্রনাট্য, সংলাপ নিয়ে নিজেদের আপত্তির কথা জানান দিচ্ছেন। এবার ছবিটির সমালোচনায় মাতলেন রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগর।

‘রামায়ণ’ বলতে এখনো অনেকের কাছে ‘রাম’ অরুণ গোভিল, ‘সীতা’ দীপিকা চিকালিয়া আর ‘রাবণ’ অরবিন্দ ত্রিবেদী। রামানন্দ সাগরের পরিচালনায় মহাকাব্যের চরিত্রের সমার্থক হয়ে উঠেছিলেন প্রত্যেকে। সেই রামানন্দ সাগরের ছেলে প্রেম ‘আদিপুরুষ’ নিয়ে বেজায় ক্ষুব্ধ।

লাইভ হিন্দুস্তানকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রেম বলেন, ‘আদিপুরুষ ছবির মাধ্যমে ওম রাউত মার্ভেল তৈরির চেষ্টা করেছেন। পাপাজি (রামানন্দ সাগর) রামায়ণ তৈরির সময় সৃজনশীল স্বাধীনতা অবশ্যই নিয়েছিলেন। কিন্তু উনি প্রভু রামকে বুঝেছিলেন। অনেক গ্রন্থ পড়ার পর কিছু পরিবর্তন করেছিলেন কাহিনিতে। কখনো তথ্য বিকৃত করেননি।’

এরপরই আবার প্রেম সাগর বলেন, ‘আপনি যদি আজকের রামায়ণই তৈরি করেন তাহলে সেটা ব্রিচ ক্যান্ডিতে দেখান, কোলাবায় দেখান, এরকম ছবি বিদেশে দেখাবেন না। এভাবে মানুষের ভাবাবেগে আঘাত করবেন না। কৃত্তিবাস, একনাথ রামায়ণ লিখেছিলেন। কিন্তু কেউ বিষয়বস্তু পাল্টে ফেলেননি। শুধু রং আর ভাষা পাল্টেছিলেন। এখানে তো পুরো তথ্যই পাল্টে ফেলা হয়েছে।’

শত সমালোচনা থাকলেও মুক্তির প্রথম দিনেই শত কোটি রুপির বেশি ব্যবসা করেছে ‘আদিপুরুষ’। ওম রাউত নির্মিত ৫০০ কোটি রুপি বাজেটের এই ছবি টুইটারে ট্রেন্ডিং ‘আদিপুরুষ ডিজাস্টার’। তবে সময়ই বলে দেবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় নাকি বিশাল লক্ষ্মীলাভ করে।

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। অপর দিকে লক্ষণের ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং এবং রাবণের ভূমিকায় আছেন সাইফ আলি খান। শুক্রবার (১৬ জুন) ছবিটি প্যান ইন্ডিয়ান (বহুভাষায়) আকারে মুক্তি দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top