মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সংসার খরচ জোগাতে নতুন পেশায় কপিল শর্মা


প্রকাশিত:
১৮ জুন ২০২৩ ২১:১৮

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৮:৪৬

 ফাইল ছবি

মাসে কোটি কোটি টাকা আয় করেন। তারপরও নাকি সংসারের ব্যয় সামলাতে হিমশিম খান ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক কপিল শর্মা! আর তাই নতুন পেশা হিসেবে বেছে নিলেন ভ্লগিংকে। অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি এবার তিনি ইউটিউবার।

মধ্যবিত্ত পরিবারের সন্তান কপিল মুম্বাই এসেছিলেন একবুক স্বপ্ন নিয়ে। অংশ নেন বিভিন্ন কমেডি শোয়ের প্রতিযোগিতায়। ২০০৭ সালে একটি নামকরা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন তিনি। পুরস্কার হিসেবে ১০ লাখ টাকাও পান। এই সময় তার ক্যারিয়ারে নতুন মোড় আসে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কপিলকে।

হিন্দি টেলিভিশনে তার নামে নিজস্ব শো রয়েছে। পাশাপাশি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এই মুহূর্তে হিন্দি টেলিভিশনে সফলতম সঞ্চালক কপিল শর্মা। প্রতি পর্বে তার পারিশ্রমিক প্রায় ৫০ লাখ টাকা। সূত্রের খবর, বছরে তার উপার্জন ৩০ কোটিরও বেশি, মাসিক প্রায় তিন কোটি টাকা।

অভিনয় এবং সঞ্চালনার পাশাপাশি অটোমোবাইল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কপিল। সেখান থেকে অতিরিক্ত উপার্জন করেন তিনি। এক সাক্ষাৎকারে কপিল জানিয়েছেন, তিনি যত টাকাই উপার্জন করুন না কেন, তার মানসিকতা এখনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মতোই। খুব সহজে খরচ করতে চান না তিনি। এবার সংসারে খরচ কুলোতে না পেরে নতুন এই পেশাকে বেছে নিলেন এই কৌতুকাভিনেতা।

কপিলের প্রথম ভ্লগে দেখা মিলল ভিকি কৌশল এবং সারা আলি খানে‌র। তারা এসেছিলেন কপিলের শোতে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির প্রচারে। তার ফাঁকেই উঁকি মারলেন কপিলের ইউটিউব চ্যানেলে। কপিল তার ভ্লগে নিজের জীবনযাপনের টুকরো চিত্রই তুলে ধরেছেন।

বহুমুখী প্রতিভার অধিকারী কপিল শর্মার গানের গলাও বেশ। জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক গুরু রানধাওয়ার সঙ্গে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি প্রকাশ করেন প্রথম মিউজিক ভিডিও ‘অ্যালোন’। ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক কপিল। স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে সুখের সংসার তার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top