মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি হতে দেব না : অপু বিশ্বাস


প্রকাশিত:
২৪ জুন ২০২৩ ১৭:৪২

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

 ফাইল ছবি

প্রেম, বিয়ে, সংসার, সন্তান, বিচ্ছেদ—নিজের জীবনের চিত্রনাট্যে এমন সব নাটকীয় মোড় দেখেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খান এখন তার জীবনে সাবেকের খাতায়। অথচ তাকে ঘিরেই ইদানীং অপুকে ইতিবাচক কথা বলতে দেখা যাচ্ছে।

এবার যেন নিজের প্রেমময় অতীতে ফিরে গেলেন অপু। শাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এদিন নিজের দৃঢ় অবস্থান জানান দেন তিনি। দিলেন প্রাক্তনের বিপদে ঢাল হওয়ার প্রতিশ্রুতি, প্রকাশ করলেন অনিন্দ্য ভালোবাসার কথা। নিজের সিনেমা ‘লাল শাড়ি’র পাশাপাশি থাকবেন শাকিবের ‘প্রিয়তমা’র পাশেও।

তবে কি আবারও এক হচ্ছেন শাকিব-অপু? আপাতত এ ব্যাপারে দুজন মুখে কুলুপ আঁটলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কথা বলেন অপু। তিনি বলেন, “শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তা সম্মুন্নত থাকুক।

কিন্তু দুয়েকজন তার সিনেমার প্রচারণার এই সময়ে তাকে নিয়ে নানান কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি ‘প্রিয়তমা’র পাশে রয়েছি।”

তবে কি বুবলীকে ইঙ্গিত করছেন অপু? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি কারো নাম বলতে চাই না। কারো নাম মুখেও আনতে চাই না। শুধু বলতে চাই যে-ই করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।’

গত রোজার ঈদের মতো এবারের কোরবানির ঈদেও মুখোমুখি হবেন শাকিব, অপু ও বুবলী। ঈদে মুক্তি পাবে শাকিবের ‘প্রিয়তমা’। এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। অপুকে দেখা যাবে ‘লাল শাড়ি’ সিনেমায়। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে বেছে নিয়েছেন সাইমন সাদিককে।

অন্যদিকে, বুবলী নিয়ে আসছেন জোড়া সিনেমা। ‘প্রহেলিকা’য় তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও ‘ক্যাসিনো’তে আছেন নিরব হোসেন। এবারের ঈদে এই অভিনয়ত্রয়ীর পর্দা প্রতিযোগিতা দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top