সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


যুক্তরাষ্ট্রে শুটিং সেটে আহত শাহরুখ খান


প্রকাশিত:
৪ জুলাই ২০২৩ ১৫:৫৮

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১৪:২৯

 ফাইল ছবি

বলিউড বাদশা শাহরুখ খান আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সঙ্গে সঙ্গে একটি ছোট অস্ত্রোপচার করা হয় তার।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং খান লস অ্যাঞ্জেলেসে শুটিং সেটে অবস্থান করছিলেন। এসময় তার নাকে আঘাতপ্রাপ্ত হন এবং রক্ত বের হতে থাকে।

সঙ্গে সঙ্গে তার টিমের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত বন্ধ করার জন্য ছোটো অস্ত্রোপচার করায়। তার নাকে ব্যান্ডেজ করা হয়েছে।’

বর্তমানে শাহরুখ খান নিজ দেশ ভারতে অবস্থান করছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ। রোম্যান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন শাহরুখ। ‘পাঠান’ এর পর মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’।

সেখানেও পুরোদস্তুর অ্যাকশন অবতারেই দেখা যাবে শাহরুখকে। এই মুহূর্তে জোরকদমে চলেছে ‘জওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top