কিছু ছোটলোক ভাবে, আমরা পার্টি করতে আসছি: অহনা
প্রকাশিত:
৮ জুলাই ২০২৩ ২২:১৮
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২৩:৪৮

ছোটপর্দার বর্তমান সময়ের অভিনেত্রী অহনা রহমান। এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি এই অভিনেত্রী ও তার মা অসুস্থবোধ করায় দুজনেই ভারতে গিয়েছেন চিকিৎসার জন্য। কিন্তু কিছু মানুষ তাদের ভারত সফরের পিছনে ভিন্ন কারণ দেখছেন।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অহনা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আমি এবং আমার মা আমরা দুইজনেই অনেক অসুস্থ, তাই ভারতে ডাক্তার দেখাচ্ছি। তিনদিন সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে কাটাচ্ছি। কিন্তু কিছু ছোটলোক আছে যারা ভাবেন, আমরা সম্ভবত পার্টি করতে আসছি।
অহনা তাদের প্রতি হতাশা প্রকাশ করে আরও লেখেন, মানুষের মন কত ছোট হতে পারে...‘ছি’। আল্লাহ্ সবাইকে হেদায়েত দান করুক আমিন।
অহনার সেই পোস্টে মন্তব্য করেছেন অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার, অভিনেত্রী শাহনাজ খুশিসহ আরও অনেকে। সকলেই অভিনেত্রী ও তার মায়ের সুস্থতা কামনা করেছেন। সেইসঙ্গে সমালোচকদের কথা কানে না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: