বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


‘জওয়ান’র সঙ্গে ‘টাইগার ৩’ ছবির ঝলক দেখবেন দর্শকরা


প্রকাশিত:
২৫ জুলাই ২০২৩ ১৮:৪৭

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৮:৫৫

 ফাইল ছবি

পাঠানের পর এবার ‘টাইগার ৩’ নিয়েও উত্তেজনা তুঙ্গে। এ ছবিতেও এক ফ্রেমে ধরা দিচ্ছেন শাহরুখ ও সালমান খান। এদিকে শোনা যাচ্ছে, শাহরুখের সঙ্গেই নাকি বড় পর্দায় ফিরছেন সালমান। শাহরুখের ‘জওয়ান’ ছবির সঙ্গে যুক্ত হচ্ছে ‘টাইগার ৩’-এর ট্রেলার। প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ দেখতে যাওয়া দর্শক প্রথমে ‘টাইগার ৩’ ছবির প্রথম ঝলকই দেখবেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘টাইগার ৩’ ছবির প্রচারসূচির সম্ভাব্য পরিকল্পনা। সেই সূচি অনুযায়ী ১৫ অগস্ট সালমানের ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পরে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবির প্রথম ঝলক। তার পর ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবির প্রচার ঝলক তথা ট্রেলার। তার পরে একে একে গান, প্রোমো প্রকাশ্যে আসার পরে ১০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টাইগার ৩’ ছবি।

পাঠানের সাফল্যের পর আরও বড় মাপে ‘টাইগার ৩’ বানাতে চান ওয়াইআরএফ কর্তা আদিত্য চোপড়া। যশরাজের ‘স্পাই ইউনিভার্স’, থুড়ি ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে ‘টাইগার ৩’।

এদিকে পাঠানের সাফল্যের পর ‘টাইগার ৩’ নিয়ে যথেষ্ট আশাবাদী অনুরাগীরাও। ছবিতে ফের ক্যাটরিনা কইফের সঙ্গে জুটি বাঁধতে চলেছে সালমান। ছবিতে খল চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top