বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বাদ পড়েনি আলিয়ার ‘খেলা হবে’ সংলাপ


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩ ২১:৪৪

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৮:৫৭

 ফাইল ছবি

বাংলাদেশের রাজনীতির মঞ্চ কাঁপিয়ে ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল ‘খেলা হবে’ স্লোগানটি। এরপর এটি উঠে আসে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। ট্রেলারে আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ সংলাপ শুনে হইচই পড়ে গিয়েছিল চারদিকে।

ছবির মুক্তির কয়েক দিন আগেই জানা যায়, সেন্সরের কাঁচিতে নাকি বাদ পড়েছে ‘খেলা হবে’। এমনকী, বাদ দেওয়া হয়েছে রবি ঠাকুরের প্রসঙ্গও। কিন্তু ছবি মুক্তির পর দেখা গেল ভিন্ন চিত্র। ‘খেলা হবে’ থেকে রবীন্দ্রনাথ সবই রয়েছে ছবিতে।

‘খেলা হবে’ সংলাপ সেন্সরে বাদ পড়েছে শুনে রেগে লাল হয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “কী অবস্থা! সেন্সরের বোর্ডের কাজ হচ্ছে সমাজের পক্ষে যেটা ক্ষতিকারক, অসামাজিক কোনো বিষয়বস্তু বাদ দেওয়া। বা এমন কোনো সংলাপ-দৃশ্য, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, সেগুলোকে বাদ দেওয়া। এরা ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’ হইহই করে ছেড়ে দিচ্ছে, যেখানে হিন্দু-মুসলিমদের মধ্যে চরম দ্বন্দ দেখানো হয়েছে, আর সামান্য একটা ‘খেলা হবে’ স্লোগান কিংবা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুনে বলছে, বাদ দিয়ে দাও! কতটা নির্লজ্জ।”

ছবি মুক্তির আগে এক গান প্রকাশ অনুষ্ঠানে কলকাতা পা রেখেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং। সংবাদ সম্মেলনে সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে, আলিয়া ও রণবীর দুজনেই বলেছিলেন, ‘সেন্সর বোর্ডের সিদ্ধান্তই শেষ কথা। তবে এটুকু বলতে পারি, যদি কোনো দৃশ্য বা সংলাপে কাঁচি চলে, তাহলেও রকি-রানির প্রেমের গল্প দেখতে অসুবিধা হবে না। আর এর নেপথ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই!’

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি। এতে বাঙালি মেয়ে রানি চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। এবং পাঞ্জাবি ছেলে রকি রান্ধাওয়া চরিত্রে দেখা যায় রণবীর সিংকে। বিভিন্ন চরিত্রে আরও আছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, চুর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ। প্রথমদিনে দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

উল্লেখ্য, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রথম ‘খেলা হবে’ স্লোগানটি তুলেছিলেন। এরপর সেটি পৌঁছে যায় ভারতের পশ্চিমবঙ্গে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ‘খেলা হবে’ স্লোগানটি অনানুষ্ঠানিক নির্বাচনী স্লোগান হিসেবে ব্যবহার করে। এ নিয়ে তখন গানও তৈরি হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top