বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


দিঘীর ‘দেয়াল’


প্রকাশিত:
৭ আগস্ট ২০২৩ ২২:৪২

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৪

 ফাইল ছবি

কথা ছিল, চলতি মাসেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কথা রাখলেন তিনি, ফিরলেন নতুন সিনেমা নিয়ে। ‘দেয়াল’ নামের নতুন একটি সিনেমায় নাম লেখালেন নতুন দিনের মেধাবী এ অভিনেত্রী। সঙ্গে আছেন একঝাঁক তারকা।

‘দেয়াল’ ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিঘীকে। ছবিটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ।

তিনি বলেন, ‘ভিন্ন ভাবনার গল্পে একটি সিনেমা বানাতে যাচ্ছি। এখানে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আর চরিত্রগুলোকে প্রাণবন্ত করতেই দেশের গুণী ও জনপ্রিয় শিল্পীদের বাছাই করেছি। আমার বিশ্বাস এই সিনেমা দর্শকের মনে ধরবে।’ এই নির্মাতা আরও জানান, ছবিটিতে বেশ কিছু শ্রুতিমধুর গান থাকবে।

রাজিবুল ইসলাম রাজিবের গল্প ও সংলাপে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছে মীর শহীদ ফিল্মস। জানা গেছে, চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হবে।

‘দেয়াল’ ছবিতে দেখা মিলবে একঝাঁক তারকার। তাদের মধ্যে আছেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুল রহমান বাবু, সালাউদ্দিন লাভলু, আরফান আহমেদ, জয় রাজ, সাবেরী আলম, অলিউল্লাহ হক রুমি প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top