বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বাবা-মায়ের অনুমতি নিয়ে চুম্বন দৃশ্যে অভিনয় করেছি


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩ ০২:২৫

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৭

 ফাইল ছবি

বিশ্বব্যাপী গত ১৪ জুলাই মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা ‘বেবি’। সাই রাজেশ নীলম নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন বৈষ্ণবী চৈতন্য, আনন্দ দেবরকোন্ডা ও বিরাজ আশ্বিন। মুক্তির পরই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি।

এই ছবিতে আনন্দ ও বৈষ্ণবীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। যারা কিনা দশম শ্রেণি থেকেই প্রেম করতেন। দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। এরপর বৈষ্ণবী একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। সেখানে নতুন কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়েন। যারা মদ ও মাদকে আসক্ত ছিলেন।

একটা পর্যায়ে তিনিও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে বেশ ধনী এক যুবক বিরাজ তাকে প্রেমের প্রস্তাব দেন। এরপর কি ঘটে সেটাই দর্শকদের দেখতে হবে পর্দায়।

সিনেমায় বৈষ্ণবীর চুম্বন ও বেডরুম দৃশ্য ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানান, পরিবারের অনুমতি নিয়েই এই দৃশ্য রাজি হয়েছেন।

বৈষ্ণবী বলেন, ‘পরিচালক সাই রাজেশ যখন আমার চরিত্র ও বেডরুম দৃশ্যের বিষয়ে বলেন, তখন আমি খুব ভয় পেয়েছিলাম। ভাবছিলাম, সেটের মধ্যে এই দৃশ্যে কীভাবে অভিনয় করব? কীভাবে এটি বের করে আনব? আর দর্শকরাই কীভাবে এটি গ্রহণ করবেন? এসব ভেবে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম।’

পরিচালক সাই রাজেশ বিষয়টি বুঝতে পেরে চরিত্রটির নানা দিক ব্যাখা করেন। এরপর চরিত্রটি করার সাহস পান অভিনেত্রী। তিনি বলেন, ‘‘বেডরুম দৃশ্যে অভিনয়ের বিষয়টি আমি আমার বাবা-মাকে জানাই। তাদের বলি, ‘যদি তোমরা রাজি হও তবে আমি সিনেমাটিতে অভিনয় করব।’ বাবা-মায়ের সম্মতি পাওয়ার পর কাজটি করতে রাজি হই।’’

বৈষ্ণবী বলেন, ‘এ ধরনের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করা খুবই কঠিন। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় বিরাজ আমাকে খুব সহযোগিতা করেছিলেন।’

এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমার বাবা-মা সিনেমাটি দেখেছেন। তাদের এই দৃশ্যটি নিয়ে কোনো অসুবিধা হয়নি।’

রোমান্টিক-ড্রামা ঘরানার ১৪ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৭৮ কোটি রুপি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top