বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রজনীকান্তের ‘জেলার’ দেখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৩ ২২:১২

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৮:৫৫

 ফাইল ছবি

দুই বছর বিরতি দিয়ে ফিরলেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। ফিরেই বাজিমাত করলেন ‘থালাইভা’। প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ‘জেলার’ ছবির আয় দাঁড়িয়েছে ৪৫০ কোটি রুপি। বক্স অফিসে রীতিমতো সুনামি বইয়ে দিচ্ছে রজনীকান্তের নতুন এই সিনেমা।

শুধু ভারতেই নয় পুরো বিশ্বেই ছড়িয়ে আছে রজনী-ভক্ত। তাই বলে কি ফুটবলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এই নায়কের ভক্ত! বলা তো যায় না, হলেও হতে পারেন।

সম্প্রতি খবর রটে যায়, রজনীকান্তের ‘জেলার’ ছবিটি সপরিবারে দেখেছেন রোনালদো। বর্তমানে পরিবার নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। সূত্রের খবর, সেখানকার একটি মাল্টিপ্লেক্সেই সিনেমাটি উপভোগ করেন এই ফুটবল সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবির মাধ্য়মেই রটে যায় এই খবর।

এর আগে, জাপান থেকে এক দম্পতি ভারতের চেন্নাইয়ে ছুটে আসেন ‘জেলার’ দেখতে। ইয়াসুদা হিডেতোসি নামে রজনীকান্তের ওই জাপানি ভক্ত শুধু তামিল ভাষায় ছবি দেখেই ক্ষান্ত থাকেননি, পাশাপাশি হল থেকে বেরিয়ে সেখানকার সংবাদমাধ্যমের কাছে থালাইভাকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন। যে ছবি-ভিডিও ইতোমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “জেলার’ ছবি দেখতে সুদূর জাপান থেকে চেন্নাইয়ে এসেছি।” জানা গেছে, ইয়াসুদা জাপানের রজনীকান্তের ফ্যানক্লাবের ক্যাপ্টেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট মুক্তি পায় অ্যাকশন-কমেডি ঘরানার ‘জেলার’। তামিল এই ছবিতে রজনীকান্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রাম্যা কৃষ্ণান, মোহনলাল, শিব রাজকুমার, বসন্ত রবি এবং তামান্না। ছবিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top