বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বাবা হচ্ছেন দীপিকার নায়ক


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০১

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৩:৫০

 ফাইল ছবি

ইতোমধ্যে বলিউডে নিজেকে মেলে ধরেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। শুধু সিনেমা নয়, জনপ্রিয় ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করেছেন বিক্রান্ত। ‘লুটেরা’, ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’র মতো ব্যতিক্রমী ছবির পাশাপাশি কাজ করেছেন ‘জিনি ওয়েডস সানি’র মতো রোম্যান্টিক ছবিতেও।

গত বছর অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। বিয়ের এক বছরের মাথায় পারিবারিক জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই যুগল। কিছুদিন আগে শোনা গিয়েছিল, খুব শিগগিরই নাকি দম্পতির কোলে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। এবার সেই খবরেই সিলমোহর দিলেন বিক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানালেন, আগামী বছর বাবা হতে চলেছেন তিনি।

‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের সেটে শীতলের সঙ্গে প্রথম আলাপ বিক্রান্তের। শুটিংয়ের সেটেই বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। ২০১৯ সালের নভেম্বর মাসে আংটি বদল সারেন যুগল। তারপর ২০২২ সালে ব্যক্তিগত পরিসরে বিয়ে সম্পন্ন করেন। বিবাহিত জীবন সম্পর্কে কখনোই জনসমক্ষে আলোচনা করেননি অভিনেতা। তবে জীবনের অন্যতম সুখবর সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করেছেন বিক্রান্ত।

অভিনেতা হিসেবে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করেন বিক্রান্ত। ‘ধরম বীর’, ‘বালিকা বধূ’র মতো ধারাবাহিকের পাশাপাশি ‘ঝলক দিখলা যা’, ‘ইয়ে হ্যায় আশিকি’র মতো অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাকে। ২০১৩ সালে বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত ‘লুটেরা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিক্রান্তের। ওই ছবিতে রণবীর সিংহের প্রিয় বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তারপর ‘দিল ধড়কনে দো’, ‘হাফ গার্লফ্রেন্ড’র মতো ছবিতেও পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাকে।

কঙ্কনা সেনশর্মার ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবিতে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন বিক্রান্ত। ২০২০ সালে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি। তাপসী পন্নুর মতো অভিনেত্রীর সঙ্গে ‘হাসিন দিলরুবা’ ছবিতেও কাজ করেছেন। তবে তার অন্যতম জনপ্রিয় কাজ ‘মির্জাপুর’ সিরিজে বাবলু পণ্ডিতের চরিত্র। ওই চরিত্রে অভিনয় করার পর দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top