আজ ইন্টারন্যাশনালের সঙ্গে নির্মাতা ঝুমুর আসমার চুক্তি স্বাক্ষর
প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩ ১৩:০৬
আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ০৯:৪৫
দেশের খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে বাণিজ্যিক ধারার চলচ্চিত্র ‘বদলা- দ্য রিভেঞ্জ’ নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল নির্মাতা ঝুমুর আসমা জুঁই।
শনিবার (২ ডিসেম্বর) আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন লিটন, সিইও আয়েশা সিদ্দিকা এবং নির্মাতা ঝুমুর আসমা জুঁই নিজ নিজ পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু।
আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আরিফ সিদ্দিকী, নাজমুল হাসান, জাহিদ হাসান, সাগর চন্দ্র রায়, চিত্রগ্রাহক শওকত হোসেন, সহকারী পরিচালক মঈন, চলচ্চিত্র সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ‘বদলা- দ্য রিভেঞ্জ’-এর চিত্রনাট্য লিখেছেন রুবায়েত হাসান।

আপনার মূল্যবান মতামত দিন: