পপির বিয়ে ইস্যুতে যা বললেন জায়েদ খান
প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০২
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৪:১৫

অনেকদিন হলো চিত্রনায়িকা পপির কোনো খোঁজ নেই কারও কাছে। তার সঙ্গে যোগাযোগের সকল মাধ্যমই বন্ধ। কিন্তু লাস্যময়ী এ অভিনেত্রীকে অনুরাগীরা আজও খুঁজে বেড়ান। তার খবর জানতে চান।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) খবর রটে, গোপনে বিয়ে করে সংসার-ধর্মে মন দিয়েছেন পপি। স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। সে ঘরে আয়াত নামে এক পুত্র সন্তানও রয়েছে। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন এ নায়িকা।
এদিকে গুঞ্জন রয়েছে জায়েদ খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পপির। তবে তা শেষ হয়েছে বিচ্ছেদের মাধ্যমে। বিষয়টি নিয়ে এতদিন তেমন কথা বলেননি জায়েদ। তবে পপির বিয়ের খবর চাউর হতেই মুখ খুললেন তিনি।
জায়েদ বলেন, আমার আসলে কিছুই বলার নেই। এখন তো মানুষ ক্লিয়ার হয়ে গেছে। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ। অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি। মূল কথা হলো— আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে।
জানা গেছে, গোপনে বিয়ে করে সংসারধর্মে মন দিয়েছেন পপি। সে ঘরে এক পুত্র সন্তানও রয়েছে। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন এ নায়িকা। এর আগে বারিধারা ও উত্তরায় ছিলেন। সেখানকার ঠিকানা পরিচিতরা জেনে যাওয়ায় দ্রুত সেই এলাকা ছাড়েন।
আপনার মূল্যবান মতামত দিন: