মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


অঙ্কুশ ও ঐন্দ্রিলা কি সত্যিই বিয়ে করেছেন?


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১২

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৩:৪৬

ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। ছবি: সংগৃহীত

টালিউডের অন্যতম তারকা জুটি ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা দীর্ঘদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন। অনেকদিন ধরেই তাদের বিয়ে নিয়েও চলছে জোর জল্পনা। কবে বিয়ে করবেন সেই প্রশ্ন প্রায়ই শুনতে হয় তাদের। ঐন্দ্রিলার সঙ্গে নিজের বিয়ে নিয়ে এবার কথা বললেন অঙ্কুশ।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর খেলায় মেতেছেন অঙ্কুশ হাজরা। এখানেই তার এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি জি বাংলার স্টেজে বলেছিলে যে ঐন্দ্রিলাকে ২০২৩ সালেই বিয়ে করবে। সেই প্রমিজটার কী হল?’ এই প্রশ্নের উত্তরও একটু ভিন্নভাবে দিলেন অঙ্কুশ।

নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে ভিডিও পোস্ট করে তিনি বলেন, এসব জিনিস যে সবসময় জানা যাবে, তার কোনও মানে নেই। এমন তো হতেই পারে যে বিয়ে হয়ে গেছে। কেউ জানে না। সবসময় ঢাক ঢোল পিটিয়েই যে করতে হবে সেটার কোনও মানে নেই।

অঙ্কুশের প্রশ্নের উত্তর শুনেই নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি সত্যিই লুকিয়ে বিয়েটা সেরে ফেলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এ নিয়ে জল্পনা আপাতত তুঙ্গে।

মির্জা ছবিটির পরিচালনা করেছেন সুমিত সাহিল জুটি। প্রযোজনা অঙ্কুশ হাজরার প্রযোজনা সংস্থার। ছবির গল্প লিখেছেন অর্ণব ভৌমিক। অভিনয়ে থাকবেন অঙ্কুশ হাজরা, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, ঋষি কৌশিক প্রমুখ। এই ছবিটি ইদে মুক্তি পাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top