মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ছাদ পেটানোর তালে তালে ‘মা লো মা’


প্রকাশিত:
৪ মে ২০২৪ ১৩:০৬

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৬:৪৯

 ফাইল ছবি

কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজনের দ্বিতীয় গান প্রকাশ হয়েছে গতকাল শুক্রবার। শিরোনাম ‘মা লো মা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান ও র‍্যাপার আলী হাসান।

শিল্পীদের ভাষ্য, নতুন এই গান দর্শক-শ্রোতাদের নিয়ে যাবে জীবন ও নিজেকে আবিষ্কারের এক অনন্য যাত্রায়।

গানটিতে সংগীত প্রযোজক প্রীতম তার নিজস্ব কিছু টুইস্টও যোগ করেছেন। তার সঙ্গে আছেন দেওয়ান পরিবারের দুই সদস্য- সাগর ও আরিফ দেওয়ান। তাদের পূর্বপুরুষই‌ ‘মা লো মা ঝি লো ঝি’ নামের গানটির মূল রচয়িতা।

জীবন যে নিরন্তর এক যাত্রা শ্রোতাদের তা বুঝতে শেখায় নতুন গানটি। অনিবার্যভাবে বড় কিংবা বুড়ো হওয়া এবং নস্টালজিয়া যেন এই জীবনে একই মুদ্রার দুটো পিঠ। এই অবধারিত পরিবর্তনকে মেনে নিয়েই একটি কথোপকথনের মতো করে এগিয়ে যায় গানটি। এখানে ভাঙা নৌকার উপমা দিয়ে জীবনকে বোঝানো হয়েছে, আর নদীর মাধ্যমে বোঝানো হয়েছে পৃথিবীকে।

‘ছাদ পেটানো গানের’ সংযুক্তি নতুন গানটি গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়, লোকসংগীত ‘সারি গানের’ এই ধারার শুরু মুঘল আমলে। এই গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায় আশি ও নব্বই দশকের রাজমিস্ত্রীদের মাঝে। জীবিকার জন্য শহরে পাড়ি দেওয়া এই শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন। ছাদ পেটানোর ছন্দের সঙ্গে গানের কথা মিলে একঘেয়েমি দূর করার পাশাপাশি কাজের সময় একটি উৎসবের পরিবেশ সৃষ্টি করে। ‘মা লো মা’ শুধুই একটি গান নয়। সব বয়সের দর্শক-শ্রোতা এই গানের সঙ্গে একাত্ম হতে পারেন। নিজেকে গ্রহণ করে নেওয়া আর বিকাশের যাত্রার মধ্যে যে সৌন্দর্য্য আছে, গানটি সবাইকে সেই কথাই মনে করিয়ে দেয়।

নতুন গানটি কোক স্টুডিও বাংলা’র অফিসিয়াল ইউটিউব এবং স্পটিফাই চ্যানেলে শোনা যাচ্ছে। এরই মধ্যে শ্রোতামহলে বেশ প্রশংসাও কুড়িয়ে নিয়েছে এটি। শুধু ইউটিউবেই ২৪ ঘন্টারও কম সময়ে গানটি ৪ লাখ ৪০ হাজারেরও বেশি দর্শক দেখেছেন। আর মন্তব্য পড়েছে সাড়ে চার হাজারের বেশি। সবাই ‘মা লো মা’র প্রশংসায় লিখে যাচ্ছেন নানা কথা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top