রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১


দীর্ঘ দিনের সম্পর্ক ভাঙলো অভিনেত্রী মল্লিকার


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪ ১১:১৫

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৭

ফাইল ছবি

দীর্ঘদিন পর পর্দায় কামব্যাক করে ‘এক্সপায়ারি ডেট’ শব্দটির মিথ ভেঙেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি আগামী দুই দশক এই ইন্ডাস্ট্রিতে থাকবেন।

একটি সাক্ষাৎকারে, তিনি তার কাজ থেকে শুরু করে বোটক্স ও ব্রেকআপ সব বিষয় নিয়েই খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রীর কথায়, ‘উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া জীবনে সত্যিই খুব কঠিন।’

এর আগে ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীর প্রেমচর্চাও বারবার হয়েছে। এবার সম্পর্ক ভেঙে যাওয়ার কথাও বলেন তিনি। তারমতে, ব্যক্তিগত জীবনে সঠিক মানুষ খুঁজছেন। তিনি বলেন, ‘এই যুগে যোগ্য মানুষ খুঁজে পাওয়া কঠিন।’

মল্লিকা ফ্রান্সের নাগরিক সিরিল অক্সেনফ্যান্সের সঙ্গে ডেটিং করছিলেন। অভিনেত্রীর কথায়, ‘আমাদের ব্রেক আপ হয়ে গেছে তাই আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাই না।’

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মল্লিকা বলেন, ‘বলিউডে এমন একটি চিন্তাভাবনা রয়েছে যে একবার একজন অভিনেত্রী তার যৌবনে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে গেলে, তার জন্য দ্বিতীয় সুযোগ আসে না। সে হারিয়ে যায় গভীর অন্ধকারে।’

অভিনেত্রীর কথায়, ‘দুই দশকেরও বেশি হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলেন, মল্লিকা অকেজো। আসলে তাদের চিন্তা-ভাবনাই অকেজো। আমি আছি, ছিলাম এবং থাকব।’

মল্লিকা শেরাওয়াত বলেন, ‘মানুষের পতন দেখতে অনেকেরই ভালো লাগে কিন্তু মানুষ কারও কাছ থেকে এই সুখ ছিনিয়ে নিতে পারবে না। আমি সময়মতো ঘুমাই। অ্যালকোহল বা সিগারেট খাই না।’

অভিনেত্রী জানান, তিনি কোনও প্লাস্টিক সার্জারি করেননি বা বোটক্সও করাননি। আজও তাকে ঠিক একই রকম দেখায়, যেমনটা কেরিয়ারের শুরুর দিকে দেখা যেতো, তিনি খুব সুন্দর জীবনযাপন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top