শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


পাকিস্তানি তারকা সাজাল-হামজার বিয়ের গুঞ্জন


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫২

আপডেট:
২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩

ছবি : সংগৃহীত

পাকিস্তানের শোবিজ অঙ্গনে এখন টক অফ দ্য টাউন জনপ্রিয় অভিনেত্রী সাজাল আলি এবং উদীয়মান তারকা হামজা সোহেলের প্রেম ও বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, আগামী ২০২৬ সালের শুরুতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি। এতদিন নীরব থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাজাল আলি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এক বার্তার মাধ্যমে সাজাল এই গুঞ্জনের জবাব দিয়েছেন। অভিনেত্রী জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বিশেষ খবর থাকলে সেটি তিনি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করবেন। আগ বাড়িয়ে অন্যদের ছড়ানো খবরে কান না দেওয়ারও ইঙ্গিত দেন তিনি।

সাজালের এই মন্তব্যের পর তাদের বিয়ের খবরটি আপাতত 'গুঞ্জন' হিসেবেই রয়েছে। মূলত 'জার্দ পাতো কা বুন' নাটকে সাজাল ও হামজার অনবদ্য অন-স্ক্রিন রসায়ন দর্শকদের মনে জায়গা করে নেয়। এরপর 'দিল ওয়ালি গলি মে' নাটকে তাদের দ্বিতীয়বার একসঙ্গে দেখা গেলে ভক্তদের মনে কৌতূহল আরও বাড়ে।

সেই কৌতূহল থেকেই নেট দুনিয়ায় প্রচার হতে থাকে যে, পর্দার প্রেম বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং বিয়ের প্রস্তুতিও চলছে। সাজাল আলি ইতোমধ্যে ‘ও রংরেজা’, ‘ইয়াকিন কা সফর’ এবং ‘সিনফ-এ-আহান’-এর মতো নাটকে অভিনয় করে নিজেকে প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। অন্যদিকে, ‘ফেয়ারি টেল’ খ্যাত হামজা সোহেলও অল্প সময়েই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে আহাদ রেজা মীরের সাথে সাজাল আলি বিবাহ বন্ধনে আবদ্ব হোন। তবে ব্যক্তিগত জীবনে তাদের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২২ সালে এই দুই তারকা বিচ্ছেদের পথে হাঁটেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top