রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:২৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১০:৪০

ফাইল ছবি

দ্বিতীয়বারের মতো সন্তানের মা হলেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে সামাজিক মাধ্যমে সুখবরটি ভাগ করে নেন নায়িকা ও তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে। এখন স্বাভাবিকভাবেই খুশির জোয়ার বইছে দুই পরিবারেই।

এর আগে দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। তখন থেকে মল্লিক-রানে পরিবারের মধ্যে শুরু হতে থাকে অধীর অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, ঘর আলো করে কোয়েলের কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। কোয়েল ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন।

তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব একটা কথা বলেন না কোয়েল। নিজের ছেলে সন্তানকে নিয়েও ছবি পোস্ট করতে দেখা যায়না তাকে। এবার মেয়ের জন্মের খবরও খুব সাদামাটাভাবেই দিলেন কোয়েল।

অভিনেত্রীর ওই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে নেটিজেনরাও। অভিনেত্রী মিমি চক্রবর্তী, ইশা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা জিৎ- ইনস্টাগ্রামেই তাকে অভিনন্দন জানিয়েছেন। এখন কেমন দেখতে হল কোয়েলের মেয়ে, অনুরাগীরা তা দেখার আশায় দিন গুনছেন।

কিছুদিন আগেই ‘মিতিন মাসি’ সিরিজের শ্যুটিং শেষ করেছেন কোয়েল, এছাড়া মহালয়ায় টেলিভিশনের পর্দায় তাকে দুর্গার বেশে দেখা গেছে। ছেলে কবীরের জন্মের পর কাজে ফিরেছিলেন তিনি। এবার মেয়ের জন্মের পর কতদিনের মাথায় নতুন কাজ নিয়ে পর্দায় ফেরেন কোয়েল সেই অপেক্ষায় তার অনুরাগীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top