গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন
প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬ ১৪:৩১
আপডেট:
৯ জানুয়ারী ২০২৬ ১২:৩০
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লেকচারার ডা. আয়েশা পারভিন মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন করেন।
তেজগাঁও বিভাগের উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, বুধবার রাতে ঢাকা মেডিকেল থেকে মরদেহ উদ্ধার করার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মর্গে পাঠানো হয়।
সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুছাব্বিরের পেটের ডান পাশে আধা ইঞ্চি (হাফ ইঞ্চি) পরিমাণ একটি ছিদ্র রয়েছে। স্থানীয় তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের গুলিতেই তার মৃত্যু হয়েছে।
নিহত মুছাব্বিরের শ্যালক জাহিদ হোসেন খোকন জানান, তারা মরদেহ বুঝে পেয়েছেন। দলীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার নিজ এলাকা কারওয়ান বাজারে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে মুছাব্বির দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজার এলাকায় বসুন্ধরা সিটির পেছনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ফার্মগেট পার হয়ে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে মুছাব্বির ও কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পর মুছাব্বিরকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, আবু সুফিয়ান মাসুদ বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

আপনার মূল্যবান মতামত দিন: