রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নেটফ্লিক্সের বৈশ্বিক সিরিজ তালিকার শীর্ষস্থানে ‘স্কুইড গেম ২’


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫ ১৩:৪৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৭:১৪

 ছবি সংগ্রহীত

২০২১ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। ইমি অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার জেতা সিরিজটি রেকর্ড ভেঙে দিয়েছিল। তিন বছরের দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে এর দ্বিতীয় মৌসুম, যা আবারও ঝড় তুলেছে দর্শকদের মাঝে।

গত ২৬ ডিসেম্বর মুক্তির পর থেকেই ‘স্কুইড গেম ২’ বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, মুক্তির মাত্র এক দিনের মধ্যেই নেটফ্লিক্সের বৈশ্বিক সিরিজ তালিকার শীর্ষস্থান দখল করেছে এটি।

ফোর্বস আরও উল্লেখ করেছে, নেটফ্লিক্স সক্রিয় থাকা ৯৩টি দেশেই সিরিজটি তালিকার শীর্ষে রয়েছে। প্রত্যেকটি দেশেই দর্শকরা দ্বিতীয় মৌসুমের প্রতি বিপুল আগ্রহ দেখাচ্ছেন।

থ্রিলার ধাঁচের এই সিরিজটির রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে দেখা গেছে প্রথম মৌসুমের অভিনেতা লি জাং জে-কে। তার সঙ্গে প্রথম মৌসুমের আরও কয়েকজন পরিচিত মুখও রয়েছেন। নতুন মৌসুমে যোগ হয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক এবং পার্ক গিয়ু ইয়ং-এর মতো তারকারা।

গত আগস্টে নেটফ্লিক্স ঘোষণা করেছিল যে সিরিজটির তৃতীয় মৌসুমের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেটি মুক্তি পাবে আগামী বছর।


‘স্কুইড গেম ২’-এর সাফল্যের ধারাবাহিকতায় এই সিরিজ কতদূর যায়, তা এখন দেখার অপেক্ষা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top