বৃহঃস্পতিবার, ৮ই জানুয়ারী ২০২৬, ২৫শে পৌষ ১৪৩২


দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, পিছিয়ে গেল অস্কারসহ একাধিক অনুষ্ঠান


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৫ ১০:২১

আপডেট:
৮ জানুয়ারী ২০২৬ ১৬:০৬

ছবি সংগৃহিত

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। সর্বগ্রাসী আগুনে পুড়ে ছাই সমস্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামিসহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, অস্কার পুরস্কারের অনুষ্ঠান দুইদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তা পিছিয়ে দেওয়া হয়েছে, এখনও কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়ে নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ।দাবানলের গ্রাসে ঘর হারিয়েছেন বিলি ক্রিস্টাল, যিনি একাধিকবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনা করেছেন। এই অবস্থায় তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া একেবারে অসম্ভব।

অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার জানিয়েছেন, ‘দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী আগুনে যারা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। লস অ্যাঞ্জেলসে আমাদের অনেক সহকর্মী রয়েছেন। তাদের বলতে চাই, আমরা আপনাদের জন্য চিন্তিত।’

২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন টেলিভিশন শো-য়ের জনপ্রিয় অ্যাঙ্কর কোনান ও ব্রায়েন। ১৭ জানুয়ারি মনোনয়নের ঘোষণা হওয়ার কথা ছিল। তা দুইদিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে।

আর বিখ্যাত ডলবি থিয়েটারে ২ মার্চ পুরস্কার প্রদান করা হতো তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে সান্টা মোনিকায় ‘ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডস’ এর অনুষ্ঠান হওয়ার কথা ছিল চলতি মাসের ১২ তারিখ তবে তা পিছিয়ে দিয়ে ২৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top