শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ২০শে পৌষ ১৪৩২


বিমান হামলায় প্রাণ হারাল শিশুশিল্পী হাসান আয়াদ


প্রকাশিত:
৭ মে ২০২৫ ০৮:৪১

আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ২১:৩৮

ছবি সংগৃহীত

ইসরায়েলের চালানো এক বিমান হামলায় মারা গেছেন ফিলিস্তিনি শিশুশিল্পী হাসান আয়াদ। গত ৫ মে নুসাইরাত শহরে ইসরায়েল বিমান হামলা চালালে এতে মৃত্যু হয় হাসান আয়াদের। ফিলিস্তিনের গাজাবাসীদের কাছে মিষ্টি কণ্ঠের জন্য জনপ্রিয় লাভ করেছিল সে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রোনিকল এর খবর অনুযায়ী, দেশটির ছিটমহলের অধিবাসী ছিল হাসান আয়াদ। গত সোমবার ভোর থেকে সেখানে ইসরায়েলের হামলায় নিহত হন ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি; তাদের মধ্যে একজন ছিল এই শিশুশিল্পী।

নিজ দেশকে শত্রুমুক্ত করার জন্য প্রতিবাদী গান শোনাত হাসান আয়াদ। তার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে সেই প্রতিবাদী গানটিও ভাইরাল। তার গানের কথাগুলো ছিল এমন- ‘যুদ্ধবিমানের সাথে, আমরা মৃত্যুর স্বাদ পেয়েছি, স্থল ও সমুদ্র থেকে বিমান হামলা। তারা ক্রসিং বন্ধ করে দিয়েছে - মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে, সাক্ষী থাকো বিশ্ব, তারা যা করেছে - তারা ঘরবাড়ি ধ্বংস করেছে, যখন আরবরা শান্তিতে ঘুমাচ্ছে।’

সেই গানের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে গাজার এক সাংবাদিক শোক প্রকাশ করে লিখেছেন, ‘আজ তার কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেল। যে শিশুটি মৃত্যুর গান গেয়েছিল, সে এখন নিজেই না ফেরার দেশে পাড়ি দিয়েছে - তার বিদায় তার কথার মতোই মহৎ ছিল।’

এছাড়াও ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক রশিদ মাশারাওয়ি বলেন, ‘হাসান আয়াদ গাজা থেকে আমাকে একটি গান উৎসর্গ করেছিল। কিন্তু সে বিমান হামলায় শহিদ হয়েছেন। তার মিষ্টি, হৃদয়বিদারক শিশুসুলভ কণ্ঠে ‘জিরো ডিসটেন্স’ সিনেমার জন্য গান করেছিল সে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top