বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


এআই কাণ্ডে বিপাকে ভারতী সিং


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:১০

আপডেট:
৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২

ছবি : সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। গত ১৯ ডিসেম্বর ভারতী ও হর্ষ লিম্বাচিয়া দম্পতির কোল আলো করে এসেছে তাদের ছোট ছেলে, যার ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’। বড় ছেলে লক্ষ্য ওরফে গোলার পর ছোট ছেলের মুখ দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু এখনও সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি ভারতী।

অথচ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কাজুর একাধিক ছবি! যা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা। সম্প্রতি নিজের এক ভ্লগে ভারতী জানান, কাজুর ছবি বলে দাবি করে ইন্টারনেটে যেসব ছবি ভাইরাল হয়েছে, তার সবকটিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এই জালিয়াতি দেখে রীতিমতো রেগে আগুন তিনি।

ভারতী জানান, বেশ কিছু অপরিচিত মানুষ তাকে ইমেইল ও ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে দাবি করছেন যে এগুলোই কাজুর ছবি। ভারতীর ঘনিষ্ঠ বন্ধু দীক্ষা বিষয়টি সবার আগে সামনে আনেন। দীক্ষা বলেন, ‘গোলার কোলে একটি শিশু অথবা হর্ষের কোলে ছোট কাজু এমন অনেক ভুয়ো ছবি এআই দিয়ে বানানো হয়েছে। এমনকি অনেকে আমাদের ইমেইল করে বলছে যে এটাই কাজু। আমরা জানি এগুলো সবই নকল।’

বিষয়টি নিয়ে মন খারাপ করে ভারতী ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সবাইকে পরিষ্কার বলতে চাই, আমরা এখনও কাজুর মুখ প্রকাশ্যে আনিনি। লোকে এআই দিয়ে কী কী করছে কে জানে! যারা এসব করছেন তারা করুন, কিন্তু আমাদের ছেলের আসল চেহারা তখনই দেখা যাবে যখন আমরা নিজেরা ছবি শেয়ার করব। মিথ্যাকে কখনও সত্য প্রমাণ করা যায় না।’

উল্লেখ্য, ভারতী ও হর্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে সঠিক সময়ে বড় আয়োজনের মাধ্যমেই তারা তাদের দ্বিতীয় সন্তানের মুখ ভক্তদের দেখাবেন। তার আগ পর্যন্ত এ ধরনের বিভ্রান্তিকর ছবি থেকে দূরে থাকতে ভক্তদের অনুরোধ জানিয়েছেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top