সালমান ডেকেছিলেন বলেই গিয়েছিলাম, দাবি রহস্যময়ী নারীর
প্রকাশিত:
২৫ মে ২০২৫ ১১:১০
আপডেট:
২৫ মে ২০২৫ ১৪:১২

সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আবারও অনুপ্রবেশের চেষ্টা। এবার এক রহস্যময়ী নারী ঢোকার চেষ্টা করেন বলিউড সুপারস্টারের ফ্ল্যাটে। তাঁর দাবি, সালমান খানই নাকি তাঁকে ডেকে পাঠিয়েছিলেন!
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকালে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সন্দেহজনকভাবে প্রবেশের চেষ্টা করেন একজন নারী। পরে বান্দ্রা থানার পুলিশ তাঁকে আটক করে। আটক ওই নারীর নাম ঈশা ছাবড়া (৩৬)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি একজন পেশাদার মডেল ও মুম্বাইয়ের খার এলাকার বাসিন্দা।
পুলিশি জিজ্ঞাসাবাদে ঈশা দাবি করেন, ছয় মাস আগে একটি পার্টিতে সালমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। তখনই নাকি সালমান তাঁকে দেখা করতে বলেন। এমনকি ঈশার দাবি, সালমান তাঁকে চেনেন এবং তাঁদের মধ্যে যোগাযোগও ছিল। যদিও সালমান খানের পরিবারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারী লিফটে সরাসরি সালমান খানের ফ্ল্যাটের দরজায় পৌঁছে যান এবং সেখানে কড়া নাড়েন। বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং নিশ্চিত হতে চাইছে, আদৌ সালমানের সঙ্গে ঈশার কোনো যোগাযোগ ছিল কি না।
এ ঘটনার মাত্র দুই দিন আগে, ২০ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আরেকজন ব্যক্তি, জিতেন্দ্র কুমার সিং (২৬) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন। ছত্তিশগড় থেকে আসা ওই যুবক গাড়ির পেছনে লুকিয়ে আবাসনের ভেতরে ঢুকে পড়েন। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে পুলিশে দেন।
জিতেন্দ্র জানান, তিনি সালমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলেই প্রবেশের চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির ৩২৯(১) ধারায় মামলা করা হয়েছে।
টানা দুই দিন দুই অনুপ্রবেশের ঘটনায় বলিউডপাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে আরও কড়াকড়ি আরোপ করা হবে বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ দুটি পৃথক মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: