হালদা নদীতে বালু উত্তোলনের দায়ে তিনজনকে অর্থদণ্ড
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫ ১৮:২৬
আপডেট:
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৩৪
চট্টগ্রামের হাটহাজারী এলাকায় হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মো. ইব্রাহিম, মো. হান্নান, এবং মো. সবুজ নামে তিনজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।
সোমবার (২৪ নভেম্বর) হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।
অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌপুলিশ এবং হালদার পাহারাদাররা।

আপনার মূল্যবান মতামত দিন: