রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


রাতে ঘুমাতে পারছেন না ক্যাটরিনা


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২২ ০৪:২৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২১:৩২

ছবি সংগৃহীত

‘হরর কমেডি’ ছবিতে প্রথমবারের মতো অভিনয় করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘ফোন ভূত’ নামে তার অভিনীত ছবি মুক্তি পাবে আগামী মাসে। ছবি মুক্তির আগে ভূত নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ক্যাট।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূতবিষয়ক নিজের অনুভূতির কথা জানান ক্যাটরিনা।

সেখানে তিনি বলেন, ফিল্মের জগতের বাইরেও অন্য জগত আছে। ক্যাটের কথায়, ‘সেই জগতে কারা রয়েছে বা কীভাবে সেই জগতটা কাজ করে তা আমরা জানি না।’

রাতে ভূতের ছবি দেখলে তারঘুম আসে না বলেও জানিয়েছেন ক্যাটরিনা। তার কথায়, ‘ভূতের ছবি দেখলে পরবর্তী দু-তিন দিন আমার ঘুমাতে অসুবিধা হয়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি।’

ভূত প্রসঙ্গে ক্যাটরিনা আরও বলেন, জীবনে এমন একটা সময়ও পেরিয়ে এসেছেন যখন ঘরে কোনো নাইট ল্যাম্প না জ্বললে বা টিভি চালানো না থাকলে তার ঘুম আসত না। অভিনেত্রীর কথায়, ‘আমাকে হাসি, মজা মেশানো ভালো কোনো ছবি দেখতে হয়। এই ছবিটা (ফোন ভূত) তো পুরোপুরি ভূতের ছবি নয়। এর মধ্যে কমেডিও মিশে রয়েছে। এই ধরনের ছবি দেখতে হলে আমার কোনো আপত্তি নেই।’

‘ফোন ভূত’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে আরও অভিনয় করেছেন ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ক্যাটরিনার শেষ ছবি ‘সূর্যবংশী’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এখন ‘ফোন ভূত’-এ ক্যাটরিনা কী চমক হাজির করেন সে দিকে নজর থাকবে তার ভক্তদের।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top