রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সোনালী চক্রবর্তী মারা গেছেন


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২২ ২৩:৫১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:০৭

ছবি সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী সোনালী শঙ্কর চক্রবর্তী মারা গেছেন। আজ সোমবার ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে খবর, অসুস্থ হয়ে দু’দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন সোনালী। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন।

অভিনেত্রীর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন সোনালী। সেই পুরনো অসুস্থতা এবার মাথাচাড়া দিয়ে উঠতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত আর ফিরতে পারেননি তিনি।

জানা গেছে, বর্তমানে সোনালীর মরদেহ তার বাসভবনে নিয়ে আসা হয়েছে। পরিবার সূত্রে খবর, কেওড়াতলা মহাশ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য হবে।

সম্প্রতি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছিল সোনালীকে৷ তার মৃত্যুতে টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, ‘বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি।’

সোনালী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দাদার কীর্তি’, ‘সংসার সংগ্রাম’ ইত্যাদি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top