সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


শ্যালিকার সঙ্গে যা নিয়ে ঝামেলা হয় রণবীরের


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২২ ০১:০৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:৪২

ছবি সংগৃহিত

বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিং বিয়ে করেছেন ২০১৮ সালে। বিয়ের পরও সিনেমার পাশাপাশি খেলাধুলাতে আগের মতোই আগ্রহ রয়েছে তার। ক্রিকেট, ফুটবল থেকে বাস্কেটবল সব খেলার প্রতিই আকর্ষণ এই অভিনেতার।

চলতি বছরের শুরুর দিকে, এনবিএ অল-স্টার গেমে অংশ নিতে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পরে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে সফরে ব্রিটেনে গিয়েছিলেন রণবীর। খেলাধুলা নিয়ে সম্প্রতি বিশেষ তথ্য ফাঁস করেছেন রণবীর। শ্যালিকা আনিশা পাড়ুকোনের সঙ্গে নিজের সমীকরণের কথা ভাগ করেছেন অভিনেতা।

আনিশাও একজন পেশাদার গলফার। শ্যালিকার সঙ্গে বন্ধুত্বের গল্প এবং পছন্দ এবং অপছন্দ বিষয় অতীতে একবার জানিয়েছিলেন অভিনেতা। রণবীর ফুটবল টিম আর্সেনাল-এর ভক্ত। অন্যদিকে, আনিশা ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন করেন।

সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, এই দুটি দল যখন একসঙ্গে মাঠে নামে তাদের বাড়ির পরিবেশ বেশ উত্তপ্ত এবং উত্তেজিত হয়ে ওঠে।

রণবীরের কথায়, ‘আড্ডা ছাড়া আবার ফুটবল দেখা যায় নাকি? ভাগ্যক্রমে, আমার ভালো বন্ধুরা আর্সেনাল ভক্ত। আমার ভালো বন্ধুদের মধ্যে একজন বার্সেলোনার ভক্ত, তাই আমাদের মধ্যে প্রচুর উত্তেজনা থাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমরা শুধু আর্সেনাল ভক্তরা রয়েছি। খেলা দেখার বড় অংশ হলো আড্ডা দেওয়া। এটাই তো মজা। আমার শ্যালিকা ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত। সুতরাং যখন আমরা একসঙ্গে বসি, আর্সেনাল বনাম ম্যান-ইউ দেখছি, তখন পরিবেশ বেশ উত্তেজনামূলক হয়। আমি ভাগ্যবান যে আমার সেরা দুই বন্ধুও আর্সেনালের ভক্ত, কারণ আড্ডার সময় জিনিসগুলো হাতের বাইরে চলে যেতে পারে।’

উল্লেখ্য, রণবীর সিংকে শেষবার দেখা গিয়েছে ‘জয়েসভাই জোরদার’ ছবিতে। বর্তমানে তার হাতে রোহিত শেঠির 'সার্কাস' এবং করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top