সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


‘সার্কাস’ ছবিতে ডাবল রোলে রণবীর, বিশেষ চমক দীপিকা


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২২ ২২:০৭

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:১৩

ছবি সংগৃহিত

উত্তমকুমার অভিনীত ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার স্মৃতি ফেরাবে রণবীর সিং অভিনীত ও রোহিত শেঠি পরিচালিত ছবি ‘সার্কাস’। সে আভাস টিজারেই পাওয়া গেছে আগে। ট্রেলারেও তার ব্যতিক্রম হলো না। একগুচ্ছ অভিনেতাকে নিয়ে রুপালি পর্দায় যেন নতুন জগৎ সৃষ্টি করেছেন পরিচালক। আর তাতে চমক দিলেন দীপিকা পাড়ুকোন। স্বামীর রণবীরের সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা গেল অভিনেত্রীকে।

রোহিত শেঠির সিনেমা মানেই আলাদা কিছু। এর আগে ‘গোলমাল’ সিনেমার সিরিজে তা দেখা গেছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জোড়া যমজের আলাদা পৃথিবী তৈরি করেছেন রোহিত। যাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং বরুণ শর্মা। দুই অভিনেতার পাশাপাশি রয়েছেন জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিণী কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুকেশ তিওয়ারি, মুরলী শর্মার মতো একঝাঁক অভিনেতা। দুই নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্দেজ।

রোহিত শেঠির পরিচালনাতেই ‘সিম্বা’ হয়ে বড়পর্দায় সাফল্য পেয়েছেন রণবীর। এবার নায়ক-পরিচালক জুটি ভরসা রেখেছেন কমেডির ওপর। তাও আবার রিমেক। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘আঙ্গুর’ সিনেমার রিমেক ‘সার্কাস’। সঞ্জীব কুমার অভিনীত ক্লাসিক ছবিটি আবার ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‘দো দুনি চার’ সিনেমার আদলে তৈরি। যা কিনা বাংলার ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার হিন্দি রিমেক। অর্থাৎ লতায়পাতায় রণবীরের সিনেমাটিকে বাংলার ক্লাসিক ছায়াছবির রিমেক বলাই যায়।

২০২০ সালের নভেম্বরে ‘সার্কাস’ সিনেমার শুটিং শুরু হয়। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় কাজ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। ২০২২ সালে নভেম্বরে ছবির শুটিং শেষ হয়। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘সার্কাস’।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top