রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


বনশ্রীতে রাজউকের অভিযান চলছে


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫ ১১:২০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৪:৩৫

ছবি সংগৃহীত

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযান শুরু হয়েছে। অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।

রোববার (২০ এপ্রিল) এন ব্লক থেকে এই অভিযান শুরু হয়।

শুরুতে এন ব্লকের নিউ রসূলবাগের একটি নির্মাণাধীন ভবনে যান অভিযান পরিচালনাকারীরা। সেখানে আরএস দাগ নং-৭৮১ জায়গায় একটি বেজমেন্টেসহ ১০ তলা ভবনের অনুমোদন নেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সেখানে বেজমেন্ট ছাড়া ভবন নির্মাণ করা হচ্ছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপিডিসিকে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করার নির্দেশ দেন। একইসঙ্গে ভবন মালিককে দ্রুত দেখা করতে বলেন।

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ এক নম্বরে ঢাকা
প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১০টা ৫০ মিনিট) অভিযান চলমান রয়েছে। অভিযান স্থলে রাজউকের একটি এক্সেভেটর আনা হয়েছে।

রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, ভবন নির্মাণে কেউ নকশা মানেনি, কেউ রাস্তা দখল করেছে, আবাসিক ভবন বাণিজ্যিক হিসেবে ব্যবহার করেছে, ৫ তলার অনুমোদন নিয়ে ৮ তলা করেছে, পার্কিংয়ের জায়গা রাখেনি— এমন সব অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অংশ নিয়েছেন রাজউকের অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ সাব্বিরুল ইসলাম ও ইমারত পরিদর্শক সুমন আহম্মেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top