সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় শেষ হচ্ছে আজ


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫ ১৫:৪৯

আপডেট:
১০ নভেম্বর ২০২৫ ১৭:২৯

ফাইল ছবি

২০২৫ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় আজ (১০ নভেম্বর) শেষ হচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বাদপড়া শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করে আজকের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। তবে নির্ধারিত সময়ের পর আর কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি বা সংশোধনের সুযোগ থাকবে না বলে জানিয়েছে বোর্ড।

সম্প্রতি বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবিক দিক বিবেচনা করে এবং শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনে বিড়ম্বনা এড়াতে সময় বাড়ানো হয়েছিল।

এতে বলা হয়, বাদ পড়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে ৯ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। আর রেজিস্ট্রেশনের তথ্য (ইএসআইএফ) এন্ট্রির সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

এ সময়ে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। তবে পূর্বে এন্ট্রি হওয়া শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আর রেজিস্ট্রেশন ফি প্রদান বা তথ্য এন্ট্রি সংক্রান্ত যে-কোনো সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠানগুলোকে অফিস সময়ের মধ্যে তাদের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top