সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


জামিনে মুক্ত হলেন জাফর পানাহি


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৭

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২৩:২০

ছবি সংগৃহিত

কারাগারে অনশন শুরুর পর অবশেষে জামিন পেলেন ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। গত বছরের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

অনশন শুরু করার দু’দিনের মাথায় শুক্রবার তাকে জামিন দেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইরান।’

তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন পানাহি। সেখান থেকেই এক বিবৃতিতে তিনি বলেন, হয়তো আমার প্রাণহীন দেহই কারাগার থেকে মুক্ত হবে, কিন্তু আমার এই সিদ্ধান্তে নড়চড় হবে না।

জুলাইয়ে পানাহি গ্রেপ্তার হওয়ার আগে মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফ নামে আরও দুই চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে কারাগারে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এরপর ইরানের সর্বোচ্চ আদালত অক্টোবরে তাকে মুক্তির আদেশ দিয়েছিল। কিন্তু তারপরও তাকে আটক করে রাখা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top