সৈকতে ভেসে আসা রহস্যময় বস্তুটি ভারতের রকেটের অংশ
প্রকাশিত:
১ আগস্ট ২০২৩ ১৬:৫৪
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৪:০১

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় সমুদ্র সৈকতে ভেসে রহস্যময় বস্তুর রহস্যের জট খুলেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সৈকতে ভেসে আসা বস্তুটি আসলে ভারতের উৎক্ষেপিত রকেটের অংশ।
গত ১৬ জুলাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের গ্রিন হেড সৈকতে বিশালাকারের বস্তুটি দেখতে পান স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দেন।
বার্নাকলের প্রলেপযুক্ত অস্বাভাবিক সিলিন্ডার সদৃশ বস্তুটি নিয়ে মানুষের মধ্যে কৌতুহল দেখা দেয়। অনেকে মনে করেন এটি— সেনাবাহিনীর ব্যবহৃত কোনো অস্ত্রের অংশ হবে অথবা ২০১৪ সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানের অংশ।
কিন্তু সোমবার (৩১ জুলাই) অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এক টুইট বার্তায় জানিয়েছে, এটি আসলে একটি পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যানের অংশ। আর এ ধরনের উৎক্ষেপণ যান পরিচালনা করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
দুই মিটার বা ৬ ফুট উঁচু এই বস্তুটি একটি স্টোরেজে রাখা হয়েছে। এটির ওপর থেকে নিচ পর্যন্ত বৈদ্যুতিক তার ঝুলে ছিল।
আপনার মূল্যবান মতামত দিন: