সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


হুথিদের ওপর নতুন হামলা যুক্তরাষ্ট্রের


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪ ১৬:০৫

আপডেট:
৬ মে ২০২৪ ০৪:১২

ফাইল ছবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার হুথিদের অন্তত ৩০টি অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর পর শনিবার সকালে আবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

তবে শনিবার যে হামলা চালানো হয়েছে; সেটির পরিধি অনেক কম ছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিদের রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, হুথিদের রাডার লক্ষ্য করে হামলাটি চালিয়েছে যুদ্ধজাহাজ ইউএসএস কার্নে। হামলায় ব্যবহার করা হয়েছে তোমাহোক ক্ষেপণাস্ত্র।

কেন্দ্রীয় কমান্ড আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিতে— শুক্র ও শনি টানা দুইদিন হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলর বর্বর হামলার জবাব দিতে এবং এ হামলা বন্ধ করতে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা জানিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে।

বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের এসব হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে। লোহিত সাগর থেকে মিসরের সুয়েজ খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত; সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে। এতে করে আগের তুলনায় জাহাজকে আরও ১০দিন বেশি চলতে হচ্ছে। আর গন্তব্যে পৌঁছাতে জাহাজের বেশি সময় লাগায় জিনিসপত্রের দামও বৃদ্ধি পাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top