থাইল্যান্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৭
 প্রকাশিত: 
 ১৭ জানুয়ারী ২০২৪ ১২:৫৪
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৩:২৭
                                মধ্য থাইল্যান্ডে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
বুধবার (১৭ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে রাজধানী ব্যাংক থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরে সুফান বুরি প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনে বিষয়টি নিয়ে মোবাইলে ব্রিফ করছেন। তিনি ঘটনা পর্যবেক্ষণ করছেন।
পুলিশ কর্নেল থেরাপোজ রাওয়াংবান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কতজন মারা গেছে আমরা তা পরীক্ষা করছি।
প্রধানমন্ত্রী স্রেথা বিস্ফোরণে হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে সাহায্য করার জন্য একটি আদেশ জারি করেছেন তিনি।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: