শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৩

আপডেট:
৩ মে ২০২৪ ২২:০৮

ফাইল ছবি

তুরস্কের দক্ষিণাঞ্চলে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। তার্কিস স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতের শেষ দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, পুলিশের এ হেলিকপ্টারটি হাতেয় বিমানবন্দর থেকে গাজিয়ানতেপ বিমানবন্দরে যাচ্ছিল। এরপর রাত ১০টা ২৯ মিনিটের দিকে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর এটি গাজিয়ানতেপের কার্তাল গ্রামে বিধ্বস্ত হয়। তবে কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কোনো কিছু জানাননি তিনি।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা এক বিবৃতিতে জানিয়েছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার পাশাপাশি একজন টেকনিশিয়ান আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার্কিস বার্তাসংস্থা আনাদোলো নিউজ জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় যে দুজন নিহত হয়েছেন। তারা দুজনই পাইলট ছিলেন।

তবে আনাদোলোর প্রতিবেদনেও জানানো হয়নি, কীভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top