রবিবার, ৩০শে জুন ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১


ফিলিস্তিনি বন্দিদের কুকুর দিয়ে নির্যাতন, জাতিসংঘের নিন্দা


প্রকাশিত:
২৭ জুন ২০২৪ ১৮:৫১

আপডেট:
৩০ জুন ২০২৪ ১৫:৫৪

ছবি- সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর বর্বতা চরম সীমা লংঘন করেছে। ফিলিস্তিনি নিরপরাধ মানুষদের ধরে নিয়ে বন্দি করে তারা কারাগারে হিংস্র কুকুর দিয়ে নির্যাতন করছে।

ইসরায়েলের এ বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ।খবর আনাদোলুর।

জাতিসংঘের মানবাধিকার শাখার মুখপাত্র জেরেমি লরেন্স সাংবাদিকদের কছে বৃহস্পতিবার এই নৃশংস আচরণের নিন্দা জানিয়েছেন।

পশ্চিমতীরে সম্প্রতি এক ফিলিস্তিনিকে গুলি করে তাকে গাড়ির সামনে বেধে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে।এ ব্যাপারে সাংবাদিকরা লরেন্সকে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা আরো গুরুতর অনেক অভিযোগ পাচ্ছি ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারা ফিরিস্তিনিদের ধরে এনে বিনা কারণে বন্দি করছে। এসব বন্দিদের ওপর যৌন নির্যাতন ছাড়াও হিস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করছে।

ভয়ার্ত নারী-শিশুসহ কারাগারে ফিলিস্তিনি আটক বন্দিদেন ওপর লেলিয়ে দেয়া হিস্র কুকুর কামড়াচ্ছে।এ সব করে তারা বিকৃত মজা পাচ্ছে।

ইসরায়েলের এসব কর্মকাণ্ড শুধু মানবাধিকারই লংঘন হচ্ছে না, বন্দিদের বিষয়ে আন্তর্জাতিক আইনও চরমভাবে লংঘন করা হচ্ছে।

পশ্চিমতীরের জেনিন শহরে গত ২২ জুন এক যুবককে গুলি করে ইসরায়েলি সেনারা তাদের জিপ গাড়ির সামনে বেধে রেখে মানববর্ম হিসেবে ব্যবহার করে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ কর্মকর্তা ওই ঘটনারও কঠোর নিন্দা জ্ঞাপন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top