রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ঘণ্টায় ৫ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৪ ১০:৩৪

আপডেট:
৪ মে ২০২৫ ১০:১৭

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ভয়াবহ দাবানল উত্তর ক্যালিফোর্নিয়ার কিছু অংশে ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে এটি প্রতি ঘণ্টায় ৮ বর্গ মাইল (২০ বর্গ কিমি) এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে।

রোববার (২৮ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ক্যালিফোর্নিয়ার ফায়ার এজেন্সি ক্যাল ফায়ার জানিয়েছে, বুধবার (২৪ জুলাই) সন্দেহভাজন অগ্নিসংযোগের আক্রমণে পার্কের আগুন চিকোর উত্তর-পূর্বে তিন লক্ষ ৪৮ হাজার একরেরও বেশি জমি পুড়িয়ে দিয়েছে।

প্রায় দুই হাজার ৫০০ অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের সঙ্গে লড়াই করছে।

বাট কাউন্টির অ্যালিগেটর হোলের কাছে একটি গলিতে জ্বলন্ত গাড়ির মাধ্যমে আগুন লাগানোর সন্দেহে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

চলতি বছরে এটিই এখন এই রাজ্যে সবচেয়ে বড় আগুনের ঘটনা, যা নিউ ইয়র্ক সিটির পাঁচটি প্রশাসনিক এলাকার চেয়ে ১.৫ গুণেরও বেশি এলাকা গ্রাস করেছে।

ক্যাল ফায়ার ঘটনার কমান্ডার বিলি সি বলেন, আগুন প্রতি ঘণ্টায় ৫ হাজার একর বেগে ছড়িয়ে পড়ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top