রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৪ ১৯:৩৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৪:৫৩

ফাইল ছবি

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতের শীর্ষ ধনীর তালিকার প্রথমস্থানে জায়গা করে নিয়েছেন গৌতম আদানি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষস্থানে রয়েছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও তার পরিবার। তার মোট সম্পত্তির পরিমাণ ১১ দশমিক ৬ লাখ কোটি রুপি।

২০২০ সালেও এই তালিকার চতুর্থস্থানে ছিলেন গৌতম আদানি। গত এক বছরে আদানির সম্পদের পরিমাণ ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর মার্কিন প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ আদানি গ্রুপ নিয়ে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। এরপর আদানির সাম্রাজ্যে ধস নামে। তবে এই ধাক্কা বেশ ভালোভাবে কাটিয়ে উঠেছেন তিনি।

তালিকার দ্বিতীয়স্থানে থাকা মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ১০ দশমিক ১৪ লাখ কোটি রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ৩৩৪ জনে পৌঁছেছে। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

হারুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান বলেছেন, ভারত ‘এশিয়ার সম্পদ তৈরির মেশিন হিসেবে আবির্ভূত’ হচ্ছে। তিনি বলেছেন, ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে। অপরদিকে চীনে এ সংখ্যা ২৫ শতাংশ কমেছে।

ভারতের শীর্ষ ধনীর তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলোজিসের কর্ণধার শিভ নাদার ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৩ দশমিক ১৪ লাখ কোটি রুপি।

চতুর্থস্থানে আছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সায়রাস এস পুনওয়ালা ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ২ দশমিক ৮৯ লাখ কোটি রুপি। আর সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংঘভির আছেন এই তালিকার পঞ্চমস্থানে। সাংঘভি ও তার পরিবারের সম্পদের পরিমাণ ২ দশমিক ৪৯ লাখ কোটি রুপি।

হারুন ইন্ডিয়া আরও বলেছে, গত বছর ভারতে প্রতি পাঁচদিনে নতুন করে একজন বিলিয়নিয়ার হয়েছেন।

সূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top