মালয়েশিয়ায় ভবনধসে বাংলাদেশির মৃত্যু
 প্রকাশিত: 
 ১৩ অক্টোবর ২০২৪ ০৭:৫৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৩:১৭
 
                                মালয়েশিয়ার মেলাকা রাজ্যে শুক্রবার ভবনধসে মারা গেছেন জিদান নামে এক বাংলাদেশি তরুণ প্রবাসী শ্রমিক। ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য। কর্তৃপক্ষের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রকৃতপক্ষে নির্মাণের কোন অনুমোদনই ছিল না সেই ভবনের। এমনকি এখনো শনাক্ত করা যায়নি প্রকৃত মালিককেও।
মেলাকা সিনিয়র এক্সকো ফর হাউজিং, লোকাল গভর্নমেন্ট, ড্রেনেজ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, দাতুক রইস ইয়াসিন বলেছেন, ভবনটির মালিককে চিহ্নিত করা যায়নি, তবে সংশ্লিষ্ট পক্ষগুলির তদন্তে দেখা গেছে যে তারা কোনো নির্মাণ আবেদন না করেই এসওপি লঙ্ঘন করেছে।
তার মতে, অবৈধ নির্মাণকাজ যাতে কর্তৃপক্ষের নজরে না পড়ে সেজন্য মালিকপক্ষ নির্মাণ এলাকা ঘিরে রাখার অভিযোগও রয়েছে।
তিনি বলেন, ভবনটির পেছনে একটি অবৈধ অতিরিক্ত ভবন নির্মাণকালে এর সামনের ভবনটি পাইকারি সুপার মার্কেট ও বিক্রয় গ্যালারি হিসেবে কাজ করত। যে তথ্য পেয়েছি তা থেকে, আমরা এখনও বিল্ডিংয়ের মালিককে চিনি না। তাই কাউন্সিল (ঐতিহাসিক মেলাকা সিটি কাউন্সিল) অনুসন্ধান চালিয়ে যাবে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে জালান বুকিত সেনজুয়াং-এ ধসে পড়া বিল্ডিং পরিদর্শন করার সময় তিনি সাংবাদিকদের বলেন, কোন আবেদন প্রক্রিয়া নেই, আমি নিশ্চিত যে পুলিশ ভবনের ঘটনার জন্য দায়ী ব্যক্তিকেও চিহ্নিত করবে।’
ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) মেলাকা, আর সাইফুল ইসওয়ান্দি আর হাসান। পায়া রামপুট স্টেট অ্যাসেম্বলির একজন সদস্যও বলেছেন যে এমবিএমবিসহ রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ (পিবিটি) কঠোরভাবে নজরদারি চালিয়ে যাবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: