রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২


ইরান: হামলায় পরমাণু কর্মসূচি বন্ধ হবে না


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ১৩:০৯

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ০৯:৩০

ছবি সংগৃহীত

ইরানের আণবিক শক্তি সংস্থা (এইওআই) তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। এইওআই জানিয়েছে, গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় মার্কিন হামলা সত্ত্বেও ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে।

রবিবার (২২ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এইওআই বলেছে, “ইরানের পরমাণু শক্তি সংস্থা দেশটির মহান জাতিকে আশ্বস্ত করছে যে শত্রুদের দুষ্ট চক্রান্ত সত্ত্বেও তারা পরমাণু শহিদদের রক্তের ফসল এই পরমাণু শিল্পের বিকাশের পথ রুদ্ধ হতে দেবে না।”

ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে “নিন্দনীয়” বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রবিবার তিনি বলেন, “ইরান সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার রাখে।”

এক্স-এ দেওয়া বার্তায় আব্বাস আরাগচি বলেন, “তেহরানে মার্কিন হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এর পরিনতি হবে সুদূরপ্রসারী।” তিনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের “আইনবহির্ভূত ও অপরাধমূলক আচরণ” হিসেবে বর্ণনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “জাতিসংঘ সনদের অধীন আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।”

এদিকে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে (আইএইএ) এই ঘটনায় “জড়িত থাকার” অভিযোগ করছে ইরান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top