রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২


‘গঠনমূলক ভূমিকা’ রাখায় কাতারকে ধন্যবাদ জানাল ইরান


প্রকাশিত:
২৪ জুন ২০২৫ ১৬:৪৯

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ০১:১৬

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সহায়তামূলক ভূমিকা পালন করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মঙ্গলবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি এক টেলিফোন কলে কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফিকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাবের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে সহায়তা করার জন্য কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি।

টেলিফোনে আলোচনার সময় মাজিদ তাখত-রাভাঞ্চি কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফিকে দেশটির ‘‘গঠনমূলক ভূমিকার’’ জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক ও পরস্পরের সর্বোচ্চ স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিস্তৃত করার বিষয়ে বদ্ধপরিকর ইরান।

কাতারের আল-উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে যখন ওই অঞ্চলে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে, তখন কাতারের গঠনমূলক ভূমিকার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান।

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে সোমবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে এই হামলার তীব্র নিন্দা জানায় কাতার। একই সঙ্গে এই হামলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার।

সূত্র: আল জাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top