সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


স্পা থেকে সিনেপ্লেক্স , যা যা আছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দরে


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৯:১২

আপডেট:
১৪ জুলাই ২০২৫ ২২:১৪

ছবি সংগৃহীত

ফ্লাইটের জন্য অপেক্ষমান যাত্রীদের জন্য বেশিরভাগ বিমানবন্দর আরামদায়ক কোনো জায়গা নয়, তবে কিছু ব্যতিক্রম রয়েছে এসবের মধ্যে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইঞ্চিয়ন তেমনই একটি বিমানবন্দর।

অপেক্ষমান যাত্রীদের আরাম ও বিনোদনের জন্য ইঞ্চিয়ন বিমান বন্দরে আছে স্পা সেন্টার, শাওয়ারে স্নানের ব্যবস্থা, স্টিমবাথ বা বাষ্পীয় স্নানের ব্যবস্থা, সিনেপ্লেক্স, স্কেটিং রিংক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কোরিয়ার সংস্কৃতির প্রদর্শনী, কোরিয়ান সংস্কৃতি সংক্রান্ত জাদুঘর, বিশ্রাম ও ঘুমানোর জন্য কক্ষ। সবকিছু আছে বিমানবন্দরের ভেতরেই।

ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও মার্কিন নাগরিক লুসি কিউ ২০২৩ সালে একবার নিউইয়র্ক থেকে লন্ডনে গিয়েচিলেন। পথে আট ঘণ্টার যাত্রাবিরতিতে ইঞ্চিয়ন বিমানবন্দরে থাকতে হয়েছিল তাকে। সেই যাত্রাবিরতির সময় বিমানবন্দরের প্যারাডাইস সিটি কমপ্লেক্স এলাকায় স্পা পরিষেবা নিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে এ অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন লুসি। এক ভিডিওতে তিনি বলেছেন, “বিমানবন্দরের অ্যারাইভঅল টার্মিনাল থেকে আমি বাসে উঠে প্যারাডাইস সিটি কমপ্লেক্সে যাই। বাসভ্রমণের জন্য আমার কোনো অর্থ খরচ করতে হয়নি। আমি সেখানে একটি হোটেলে উঠেছিলাম এবং সেখানেই স্পা-এর ব্যবস্থা ছিল।”

লুসি জানান, প্যারাডাইস সিটি কমপ্লেক্সে স্পা পরিষেবা নিয়েছিলেন তিনি। এজন্য অবশ্য টিকিট কাটতে হয়েছিল তাকে। সাধারণভাবে এই টিকিটের দাম ৬০ হাজার ওউন (কোরিয়ার মুদ্রা) বা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ২৫৪ টাকা। তবে পিক আওয়ারে বা যাত্রীদের ভিড় বেশি হলে টিকিটের দাম ৭০ হাজার ওউন বা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ১৩০ টাকা পর্যন্ত ওঠে।

প্যারাডাইস সিটি কমপ্লেক্সের স্পা বিভাগটি বেশ সমৃদ্ধ এবং বহু ধরনের স্পা পরিষেবার ব্যবস্থা সেখানে আছে। এমনকি স্পা পরিষেবা নিতে আসা লোকজনের জন্য খাবারের ব্যবস্থাও আছে। লুসি কিউ বলেন, স্পা সেন্টারে তিনি একটি পিজা অর্ডার করেছিলেন এবং সেটি ছিল খুবই সুস্বাদু।

লুসি জানান, ইঞ্চিয়ন বিমানবন্দরে যাত্রাবিরতির সময় অবস্থান, খাবার ও বিভিন্ন পরিষেবা গ্রহণ বাবদ তার খরচ পড়েছে মাত্র ৫০ ডলার।

‘আমি আমার জীবনে এর আগে কখনও এত চমৎকার যাত্রাবিরতি কাটাইনি”, ভিডিওতে বলেন লুসি কিউ।

সূত্র : এক্সপ্রেস

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top