মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


পরিবারের অমতে বিয়ে করায় দম্পতিকে গুলি করে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার


প্রকাশিত:
২১ জুলাই ২০২৫ ১৩:২০

আপডেট:
২২ জুলাই ২০২৫ ০১:৫৬

ছবি সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে পরিবারের অমতে বিয়ে করায় এক দম্পতিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে জড়িত সন্দেহে ১১ জনকে স্থানীয় পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় উপজাতি কাউন্সিলের আদেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। ঘটনাটি ‘অনার কিলিং’ বা তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (২১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এদিকে রোববার বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগটি এক বিবৃতিতে জানান, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে কিছু অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, মরুভূমিতে কিছু ব্যক্তি পিকআপ ও এসইউভি গাড়ি নিয়ে জড়ো হয়েছেন। এরপর সেখানে উপস্থিত দম্পতিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার আগে এক হৃদয়বিদারক মুহূর্তে ওই নারীকে ইসলামি ধর্মগ্রন্থ কুরআনের একটি কপি দেওয়া হয়। পরে তিনি পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে বলেন, আমার সঙ্গে সাত কদম হাঁটো, তারপর তুমি আমাকে গুলি করতে পারো।

পুলিশের বরাতে জানা যায়, ওই নারী দৃঢ়চেতা ছিলেন, কান্না করেননি এবং কারও কাছে প্রাণভিক্ষাও চাননি। বরং তিনি বলেন, তোমার শুধু আমাকে গুলি করার অধিকার আছে, এর চেয়ে বেশি কিছু নয়। পরে কাছ থেকে ওই নারীকে দুইবার গুলি করা হয়। এরপর আরও একটি গুলি ছোড়া হলে তিনি মাটিতে পড়ে যান। কিছুক্ষণ পর ওই পুরুষকেও গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৪০৫টি ‘অনার কিলিং’-এর ঘটনা ঘটেছে। কমিশন বলছে, এ ধরনের হত্যাকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করছে তারা।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top