শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


সস্ত্রীক ইসরাইল যাচ্ছেন লাদেনের ছেলে!


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৯

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৬

ছবি: সংগৃহীত

স্ত্রীকে সঙ্গে নিয়ে ইসরাইল সফরে যাচ্ছেন আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছোট ছেলে ওমর।

ইসরাইল গিয়ে বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন বলেও জানান তিনি। ইসরাইলি একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ওমর। খবর আরব নিউজের।

ইসরাইলি পত্রিকা ইয়েদিয়থ আহরোনোথকে দেওয়া এক সাক্ষাৎকারে ওসামা বিন লাদেনের ছোট ছেলে ওমর বলেছেন, আমার বাবা আমাদের যতটুকু ভালোবাসতেন, তার চেয়ে বেশি ঘৃণা করতেন তার শত্রুদের।

২০১১ সালে পাকিস্তানে আত্মগোপনে থাকাবস্থায় ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন নৌবাহিনীর সদস্যরা। তার মরদেহ পরে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

বাবার মৃত্যুর পর ছোট ছেলেকে সংগঠনের দায়িত্ব অর্পণ করতে চেয়েছিলেন আল কায়েদা নেতারা। কিন্তু ওমর এতে রাজি হননি।

ফ্রান্স প্রবাসী ওমর বিয়ে করেন এক ইহুদি নারীকে। স্ত্রীর প্ররোচণায় তিনি এখন ইসরাইল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে গিয়ে বাবার কৃতকর্মের জন্য মাফ চাইবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top