রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞায় সরকারের আপত্তি, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১০:৩৩

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৪:৪৯

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দায়ী করে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সরকারের জোটসঙ্গীরা এতে আপত্তি জানানোয় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্দক্যাম্প।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভেল্দক্যাম্প। বিবৃতিতে তিনি বলেছেন, “মন্ত্রিসভার বৈঠকে আমি গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতির জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলাম। কিন্তু জোটসঙ্গীদের আপত্তির কারণে তা পাস হয়নি। জোটসঙ্গীদের আপত্তির পর আমার উপলব্ধি হলো যে এই সরকারে অন্তর্ভুক্ত থাকলে আমি আমার নিজের এবং দলের নীতি বাস্তবায়ন করতে পারব না। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”

নেদারল্যান্ডসের সাবেক কূটনৈতিক কর্মকর্তা ও রাষ্ট্রদূত ৬১ বছর বয়স্ক ক্যাসপার ভেল্দক্যাম্প বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক সোশ্যাল কন্ট্রাক্ট পার্টি (এনএসসি)-এর অন্যতম শীর্ষ নেতা। এনএসসি-এর প্রেসিডেন্ট এডি ভ্যান হিজাম সাংবাদিকদের জানিয়েছেন, ক্যাসপারের পদত্যাগের পর তারাও জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

“এক কথায় বলতে গেলে— এই সরকারের সঙ্গে আমাদের যাবতীয় সম্পর্ক শেষ”, গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এত তথ্য জানিয়েছেন এডি ভ্যান হিজাম।

প্রসঙ্গত, অভিভাসন নীতি নিয়ে দ্বন্দ্বের জেরে গত জুনে নেদারল্যান্ডসে ক্ষমতাসীন চার দলীয় জোট সরকার থেকে সরে যায় নেদারল্যান্ডসের কট্টরপন্থি রাজনীতিবিদ গ্রিট ওয়াইল্ডারসের নেতৃত্বাধীন দল। ফলে তখনই এই সরকার ভেঙে পড়েছিল।

পরে সিদ্ধান্ত হয়, আগামী অক্টোবর নেদারল্যান্ডসে পার্লামেন্ট নির্বাচন হবে এবং তার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় থাকবে এই ভেঙে পড়া জোট।

সেই সিদ্ধান্তের দুই মাসের মাথায় পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top