রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ভারত


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১২:৪৭

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৩:২৩

ছবি সংগৃহীত

রুশ তেল ক্রয় এবং বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েন চলার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ভারত। আগামী ২৫ আগস্ট থেকে বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ডাক পরিষেবা।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়সূত্রে অবশ্য জানা গেছে যে এই স্থগিতাদেশ সাময়িক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই এ পরিষেবা ফের চালু করতে চায় নয়াদিল্লি।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ এবং ৮০০ ডলার পর্যন্ত মূল্যমানের পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় ছিল। পাশাপাশি ডাকযোগে পণ্য পাঠানোর ক্ষেত্রেও বড় আকারের ছাড় ছিল।

চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর মার্চে ভারতের ওপর নির্ধারিত শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করেন ট্রাম্প, তবে তখন পর্যন্ত ডাকযোগে যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের ওপর ছাড় বাতিল করেননি তিনি।

এর পর রাশিয়া থেকে তেল ক্রয় এবং গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের অবদান স্বীকার না করায় জুলাই থেকে টানাপোড়েন শুরু হয় যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে। সেই টানাপোড়েনের জেরেই গত ৬ আগস্ট ভারতের আরও ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত শুল্ক বেড়ে পৌঁছায় ৫০ শতাংশ। ডাক পরিষেবার ক্ষেত্রেও ছাড় অনেকাংশে কমানো হয়।

সেই সঙ্গে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষের নথিতে যেসব ভারতীয় ডাক-বিমান পরিষেবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, কেবল তাদের মালবাহী উড়োজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

এর ফলে ভারতের কয়েকটি ডাক-বিমান পরিষেবা সংস্থা সমস্যায় পড়ে এবং ভারতের কেন্দ্রীয় সরকারকে তারা জানিয়েছে, এটির মীমাংসা না হলে তারা যুক্তরাষ্ট্রের অপারেশন পরিচালনা করতে পারবে না।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, “গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা খুবই দুঃখিত। সম্প্রতি যেসব জটিলতা দেখা দিয়েছে, সেগুলো সমাধানের জন্য ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে শিগগিরই এসব জটিলতার মীমাংসা হবে।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top